আইসিসির নতুন আইন কার্যকর হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৪ মার্চ ১৬, ০৩:০৪ অপরাহ্ন

আগামী ১ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে কার্যকর হচ্ছে আইসিসির নতুন আইন। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের আয়োজনে হতে যাওয়া সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপ খেকে ব্যবহার করা হবে ‘স্টপওয়াচ’।

মূলত, ওভার রেটের ঝামেলা এড়ানো ও সময় বাঁচাতে নতুন এই আইন কার্যকর করতে যাচ্ছে আইসিসি। গত সপ্তাহে আরব আমিরাতের দুবাইয়ে আইসিসির সভায় বিষয়টি চূড়ান্ত হয়েছে।

গত বছরের ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ম্যাচগুলোতে এই আইনের ট্রায়াল চলছিল। তিন মাসের ট্রায়াল শেষে আইনটি বাস্তবায়ন করতে যাচ্ছে আইসিসি।

নতুন এই আইন কার্যকর হলে দুই ওভারের মাঝখানে ১ মিনিটের বেশি সময় বিরতি নিতে পারবে না ফিল্ডিংয়ে থাকা দল। অর্থাৎ এক ওভার শেষ হলে পরের ওভার শুরু করতে সর্বোচ্চ ১ মিনিট সময় পাবে তারা।

যদি ফিল্ডিং দল ১ মিনিটের মধ্যে পরের ওভার শুরু করতে না পারেন, তাহলে মাঠে দায়িত্বরত আম্পায়াররা তাদেরকে একবারের জন্য সতর্ক করবেন। একই কাজ দ্বিতীয়বার করলে আবারও আম্পায়ার সতর্কবার্তা দেবেন। তৃতীয়বারের মাথায় একই অপরাধ করলে ফিল্ডিং দলকে ৫ রান জরিমানা করা হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework