চট্টগ্রামে ডিজিটাল শিক্ষা কার্যক্রমে এগিয়ে কলেজ অব সায়েন্স বিজনেস এন্ড হিউমেনিটিজ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২০ আগস্ট ০৮, ০৮:৫৫ অপরাহ্ন
চট্টগ্রাম শহরে পাঁচলাইশ এলাকায় অবস্থিত কলেজ অব সায়েন্স বিজনেস এন্ড হিউমেনিটিজ ( CSBH )। ডিজিটাল কলেজ হিসেবে প্রতিষ্ঠাকালীন সময় থেকে সুনাম ও সফলতার সাথে পরিচালিত হচ্ছে। করোনার প্রকোপে লকডাউনে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম কিভাবে পরিচালিত হবে তা নিয়ে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকগণ যখন দিশেহারা অবস্থায় ছিল তখন চট্টগ্রামে সর্ব প্রথম কলেজ হিসেবে জুম এ্যাপস এবং Whatsapp এর মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলমান রাখে কলেজ অব সায়েন্স বিজনেস এন্ড হিউমেনিটিজ। Whatsapp, zoom এবং Google ফরমের মাধ্যমে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম পরিচালনা করে ইতিমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকের আস্থা ও সুনাম অর্জন করেছে সিএসবিএইচ। প্রথম বর্ষ চূড়ান্ত পরীক্ষা, মাসিক পরীক্ষা ইতিমধ্যে ডিজিটাল মাধ্যমেই সমপন্ন করেছে। এ ব্যাপারে কলেজের একজন শিক্ষার্থীর অভিভাবক জনাব শফি উল্লাহ বলেন, CSBH এর অনলাইন শিক্ষা কার্যক্রম অত্যন্ত মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব। এতে করে শিক্ষার্থীদের পড়ালেখা থেকে দূরে সরে যাওয়ার যে আশংকা ছিল তা একদমই নেই। কলেজের কার্যক্রম নিয়ে এ প্রতিবেদকর সাথে কথা হয় কলেজটির পরিচালনা পর্ষদের সভাপতি মেহরাব মাসুকের সাথে। তিনি বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের ভালো ফলাফলের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ।তাই করোনার এ সময় আমরাই সর্বপ্রথম ডিজিটাল মাধ্যমে পড়ানো শুরু করেছি এবং নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষা কার্যক্রমও প্রয়োজন সাপেক্ষে সেপ্টেম্বরের ১৫-২০ তারিখের মধ্যেই অনলাইনেই শুরু করবো। এবং এ ব্যাপারে আমাদের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছি।কোনো অবস্থাতেই আমরা শিক্ষার্থীদের পড়ালেখার বাইরে রাখতে চাই না। কলেজটিতে সরজমিনে গিয়ে জানা যায় যে, এ কলেজের রয়েছে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী,ডিজিটাল ক্লাসরুম,অত্যন্ত মনোরম ক্যাম্পাস, সুপরিসর মাঠ,অত্যাধুনিক ল্যাব,সুনির্দিষ্ট পাঠ পরিকল্পনা, সফটওয়্যারের মাধ্যমে নিয়মিত পরীক্ষা, নিজস্ব পরিবহন ব্যবস্থা ও শিক্ষার্থীদের প্রয়োজন অনুসারে ওয়ান টু ওয়ান অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা। এছাড়া কলেজটির অবস্থানও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহজ ও নিরাপদ।কারন কলেজটি শহরের প্রাণ কেন্দ্র চট্টগ্রাম মেডিকেল কলেজের মেইন গেইটের বিপরীতে পাঁচলাইশ এলাকার ৫ নং রোড়ে অবস্থিত। তাই একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে এ অনন্য অসাধারণ ডিজিটাল কলেজটি হতে পারে শিক্ষার্থীদের জন্য সেরা কলেজ।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework