২৬ বছরের যুবককে ‘ধর্ষণ

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ আগস্ট ১৭, ১১:০২ পূর্বাহ্ন

কলকাতায় ২৬ বছরের এক যুবক তার অফিসের মালিকের হাতে ধর্ষণের স্বীকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাকে ধর্ষণের পাশাপাশি শারীরিকভাবেও নির্যাতন করা হয়েছে বলে জানা যায়। অভিযুক্ত ধর্ষক শুভজিৎ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

ভুক্তভোগী যুবক অভিযোগ করে বলেন, '২০২০ সালের জুন মাস থেকে আমি সংস্থাটিতে কাজ করছি। এই দু'মাসে আমি কাজ ছাড়ার জন্য বলেছি। মানসিকভাবে হুমকি দিত। রাতে বাড়ি যেতে দিত না। একা থাকতাম মদ খাওয়াত। রাতে নির্যাতন করত।'


ঘটনার পর ভেঙে পড়েছেন ২৬ বছরের ওই যুবক। শুক্রবার (১৩ আগস্ট) তার মেডিকেল টেস্ট করা হয়। শনিবার (১৪ আগস্ট) সে বাঁশদ্রোণী থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশের তরফ থেকে তাকে  সোমবার থানায় আসতে বলা হয়। তবে এফআইআর কপি দেওয়া হয়নি। পরে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ভারতীয় আইনে পুরুষকে ধর্ষণ সংস্থা কোনো সংস্থান নেই বলে জানান আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা। তার কথায়, '৩৭৫ ধারায় ধর্ষণের যে সংজ্ঞা রয়েছে সেখানে মহিলার কথাই আছে। পুরুষের ক্ষেত্রে ধর্ষণের ধারায় অভিযোগ গণ্য হয় না। ৩৭৭ ধারায় মামলা রুজু করা যায়। পুরুষের ওপর নির্যাতন আইনের বিচারে সম্ভব নয়।'

পুরুষ অধিকার রক্ষা কর্মী নন্দিনী ভট্টাচার্য বলেন, 'আশ্বস্ত হচ্ছি পুরুষের ধর্ষণের অভিযোগ স্বীকৃতি পাচ্ছে। সমাজের বোঝার সময় হয়েছে পুরুষও নির্যাতিত হন।'  সূত্র: আনন্দবাজার।
 

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework