অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফে হাঙ্গরের আক্রমণে একজন ব্যক্তি নিহত হয়েছেন। এএফপি সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি ৪০ বছর বয়সি এবং তিনি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মাছ ধরতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।
কুইন্সল্যান্ড রাজ্যের হাম্পি দ্বীপে শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। পুলিশের দেওয়া বিবৃতিতে জানানো হয়, হাঙ্গরের আক্রমণে গুরুতর আহত ঐ ব্যক্তি দেড় ঘণ্টার মধ্যেই ঘটনাস্থলে মারা যান। হাঙ্গরের কামড়ে তার ঘাড়ে গুরুতর আঘাত লেগেছিল।
অস্ট্রেলিয়ায় হাঙ্গরের আক্রমণের সর্বশেষ ঘটনা ঘটে ২০২৩ সালের ডিসেম্বরে। তখন দক্ষিণ অস্ট্রেলিয়ার একটি নির্জন সার্ফিং স্পটে সাদা হাঙ্গরের আক্রমণে ১৫ বছর বয়সি এক কিশোর প্রাণ হারায়।
ডেটাবেসের তথ্য অনুসারে, ১৭৯১ সালের পর থেকে অস্ট্রেলিয়ায় হাঙ্গরের আক্রমণে মোট ২৫০ জন মারা গেছেন। এই ঘটনাগুলো সমুদ্রের জীববৈচিত্র্য ও মানুষের মিথস্ক্রিয়ার একটি অনাকাঙ্ক্ষিত দিককে প্রকাশ করে।