শারজায় বনভোজনের মাধ্যমে শ্রীশ্রী ঠাকুরের আদর্শের প্রসার

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মোহাম্মদ ওসমান চৌধুরী
প্রকাশিত : রবিবার, ২০২৫ জানুয়ারী ১৯, ০৩:৪৭ অপরাহ্ন

গত ১৭ ই জানুয়ারি রোজ শুক্রবার সংযুক্ত আরব-আমিরাতের শারজা আল দাইদের একটি ফার্ম হাউজে শ্রীশ্রী অনুকূল চন্দ্রের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। আমিরাতের সাতটি প্রদেশ থেকে দলে দলে ভক্তবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়। সকাল ১১.৪৫ মিনিটে নাম, ধ্যান, প্রার্থনা এবং গ্রন্থাদি পাঠের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়। সৎসঙ্গ চলাকালীন উপস্থিত সকলের জন্য এবং পুরো বিশ্বের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীদের মনমুগ্ধকর ভজন, কীর্তন এবং শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনায় উপস্থিত সকলকে খুব মুগ্ধ করে। সৎসঙ্গে অনেকে ইষ্টালোচনা করেন। আলোচনায় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রবর্তিত বনভোজন মহোৎসবের প্রেক্ষাপট এবং ঠাকুরের জীবদ্দশায়, ঠাকুরের বিভিন্ন লিলার কথা উঠে আসে।

অনুষ্ঠান স্থলে, সৎসঙ্গের আদর্শে অনুপ্রাণিত হয়ে, কয়েকজন ভক্ত শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎদীক্ষা গ্রহণ করেন। সৎসঙ্গ, ইষ্টালোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ছিল ছোট, বড়, দাদা এবং মায়েদের জন্য বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা, যা এই বনভোজনকে আরো প্রাণবন্ত করে তোলে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরষ্কার বিতরণ করা হয়।

সবশেষে ৫.৫৬ মিনিটে সমবেতভাবে সন্ধ্যার প্রার্থনা, নাম, ধ্যান এবং আগত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে আগত সকল ভক্তবৃন্দ সারাদিন খুব আনন্দ উপভোগ করেন। মরুর বুকে এত সুন্দর আয়োজনের জন্য, উপস্থিত সকলে আরব-আফ্রিকা সৎসঙ্গের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান এবং অনুরোধ করেন যেন প্রত্যেক বছর এইভাবে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বনভোজন মহোৎসবের আয়োজন করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework