গাজায় ত্রাণ প্রবেশের বিষয়ে হামাসকে দেয়া যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি। মার্কিন জিম্মি আলেক্সান্ডারকে মুক্তি দেয়ার বিনিময়ে গাজার অবরোধ শিথিল করার কথা ছিল, যা অন্তত দু’দিনের মধ্যে বাস্তবায়িত হবার কথা ছিল। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ হয়নি বলে অভিযোগ করেছে হামাসের শীর্ষ নেতা বাসেম নাইম। তিনি মার্কিন প্রশাসনের ওপর ‘ধোঁকা’ দেওয়ার অভিযোগ তুলেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ হামাসকে ব্যক্তিগতভাবে আশ্বাস দিয়েছিলেন যে, আলেক্সান্ডারের মুক্তির সঙ্গে সঙ্গেই গাজায় ত্রাণ প্রবেশের সুযোগ তৈরি হবে এবং অবরোধ শিথিল করতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র বাধ্য করবে। তাছাড়া, তিনি যুদ্ধবিরতির আহ্বান এবং স্থায়ী শান্তিচুক্তির আলোচনার উদ্যোগ নেবেন বলেও জানানো হয়েছিল।
তবে গত সোমবার আলেক্সান্ডার মুক্তির এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও এই প্রতিশ্রুতিগুলো এখনও বাস্তবায়িত হয়নি। বাসেম নাইম বলেন, যুক্তরাষ্ট্র শুধু প্রতিশ্রুতি ভঙ্গ করেনি, বরং তা ‘ডাস্টবিনে ফেলে’ দিয়েছে।
গাজার যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির ইস্যু নিয়ে দেড় বছর ধরে নানা প্রচেষ্টা চালানো হলেও বারবার তা ব্যর্থ হয়েছে। গত জানুয়ারি মাসে যুদ্ধবিরতি হলেও, ১৮ মার্চ ইসরায়েল তা ভঙ্গ করে গাজায় নতুন আগ্রাসন শুরু করে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতারে হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন আলোচনাসূত্র শুরু হলেও, হামাসের মধ্যে ওয়াশিংটনের ওপর অনাস্থা স্পষ্ট।