মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরের তাণ্ডব: নিহত ৩৪ জন

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ১৮, ০৩:০২ অপরাহ্ন

মোজাম্বিকে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডোর আঘাতে অন্তত ৩৪ জন নিহত হয়েছে। ঝড়টি ঘণ্টায় ২৬০ কিলোমিটার গতিতে দেশটির উপকূলে আছড়ে পড়ে। এর ফলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্কুল, স্বাস্থ্য অবকাঠামো, নৌকা এবং অন্যান্য সম্পদ ধ্বংস হয়েছে।

মোজাম্বিকের ন্যাশনাল ইনস্টিটিউট অব রিস্ক অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইএনজিডি) জানিয়েছে, উত্তর মোজাম্বিকে আঘাত হানা এই ঝড়টি ‘এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে তীব্র ঝড়গুলোর মধ্যে একটি’। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

চিডোরের তাণ্ডব উত্তর মোজাম্বিকের প্রদেশগুলোতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে, যেখানে আগেও কিছু ঝড় আঘাত হেনেছে। এর আগে ঝড়টি ফরাসি দ্বীপ মায়োটে ধ্বংসযজ্ঞ চালায়, যেখানে হাজার হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং পুরো দ্বীপটির যোগাযোগ ব্যবস্থাও ভেঙে গেছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework