"মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ হবে শিগগিরই, আশাবাদী ট্রাম্প"

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ১৪, ০২:৫৬ অপরাহ্ন

টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তুলনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করা অনেক সহজ।

ট্রাম্প বলেছেন, তিনি কোনো রক্তপাত চান না এবং সব যুদ্ধ বন্ধ করাই মার্কিন প্রশাসনের লক্ষ্য। তিনি আরও জানান, বিষয়টি বেনিয়ামিন নেতানিয়াহুরও অজানা নয়।

ইসরায়েল এবং ফিলিস্তিন দুটি রাষ্ট্র আলাদা হবে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় কার্যকরী পদক্ষেপই অগ্রাধিকার পাবে। যখন তাকে জিজ্ঞাসা করা হয়, নেতানিয়াহুকে তিনি বিশ্বাস করেন কি না, রিপাবলিকান এই নেতা সাফ উত্তর দেন, "কাউকেই আমি বিশ্বাস করি না।"

তবে, ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ খুব শিগগিরই থেমে যাবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework