বিশ্বে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ জুলাই ২০, ০২:২৯ অপরাহ্ন

বিশ্বে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট এখন জাপানের। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্সের করা ২০২২ সালের প্রতিবেদন এ তকমা দিয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

এ তালিকায় যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্ট আফগানিস্তানের। 

মঙ্গলবার ১৯৯টি দেশের পাসপোর্ট নিয়ে প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স। যেখানে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে জায়গা দখল করে নিয়েছে জাপান। এছাড়া প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। যেখানে তৃতীয় অবস্থানে রয়েছে জার্মান ও স্পেন। 

বিভিন্ন দেশে ভিসা ফ্রি ভ্রমণের সুবিধা অনুযায়ী এ তথ্য প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যায়, বিশ্বের অন্য দেশের তুলনায় জাপানের নাগরিকরা বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেশে ভ্রমণের স্বাধীনতা পেয়ে থাকেন। তথ্য অনুযায়ী, জাপানের সাধারণ মানুষ বিশ্বের ১৯৩টি দেশে ভ্রমণের সুবিধা নিতে পারেন।  

আরও পড়ুন: কীভাবে আপনার অপ্রাপ্তবয়স্ক সন্তানের পাসপোর্ট করবেন

এছাড়া দ্বিতীয় অবস্থানে থাকা সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরা প্রায় ১৯২টি দেশে ভ্রমণের সুযোগ পান। ১৯০টি দেশে ভ্রমণের সুযোগ পেয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপের দেশ জার্মান ও স্পেন। 

এদিকে ভ্রমণের সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করে সবচেয়ে দুর্বল পাসপোর্টের দেশ আফগানিস্তান। দেশটির নাগরিকরা ভিসা ছাড়া মাত্র ২৭টি দেশ ভ্রমণের সুযোগ পেয়ে থাকেন। এরপরই ইরাক ও সিরিয়ার অবস্থান। ৪১টি দেশে ভ্রমণের সুযোগ নিয়ে তালিকার ১০৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। 

গত ১৭ বছর ধরে বিশ্বের পাসপোর্ট নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework