পুতিনের সঙ্গে বৈঠকে বসতে রাজি বাইডেন, তবে...

আন্তর্জাতিক ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ ফেব্রুয়ারী ২১, ১১:২৮ পূর্বাহ্ন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন সংকট নিয়ে বৈঠক করতে ‘নীতিগতভাবে’ রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তবে একটি শর্ত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস বলছে, রাশিয়া যদি তার প্রতিবেশি ইউক্রেনকে আক্রমণ না করে তবেই এই বৈঠক হতে পারে।

এই বৈঠকের জন্য প্রস্তাব দিয়েছে ফ্রান্স। সোমবার (২১ ফেব্রুয়ারি) বিবিসির খবরে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পুতিন-বাইডেনের বৈঠক থেকে কয়েক দশকের মধ্যে ইউরোপের সবচেয়ে বড় নিরাপত্তা সংকটের একটি সম্ভাব্য কূটনৈতিক সমাধান  আসতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে সামরিক অভিযান চালাতে প্রস্তুত রাশিয়া, তবে মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে দুইবার করা এই ফোনালাপ চলে প্রায় ৩ ঘণ্টা। এছাড়া বাইডেনের সঙ্গেও ১৫ মিনিট কথা বলেন ম্যাক্রো। এরপরই ফরাসি প্রেসিডেন্টের দফতর থেকে বৈঠকের বিষয়ে ঘোষণা দেওয়া হয়।

ম্যাক্রোর কার্যালয় বলছে, আগামী বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ নিজেদের মধ্যে বৈঠক করবেন। এ বৈঠকের সময় তারা বাইডেন ও পুতিনের মধ্যকার শীর্ষ বৈঠকের ক্ষেত্র প্রস্তুত করবেন।

বাইডেন  প্রশাসন বলছে, ইউক্রেন সীমান্তে  প্রায় ২ লাখ সেনা জড়ো করেছে রাশিয়া।

এদিকে স্থানীয় সময় রোববার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আশঙ্কা প্রকাশ করে বলেন, বেলারুশ সীমান্তে প্রায় ৩০ হাজার রুশ সেনা সামরিক মহড়ার অজুহাতে অবস্থান করছে। এটিকে ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন তিনি। যদিও বরাবরের মতো রাশিয়ার দাবি, যুদ্ধ নয় বরং নিরাপত্তামূলক মহড়া চালাতেই সেনা জড়ো করা হয়েছে।

এদিকে মস্কো ও কিয়েভের মধ্যকার উত্তেজনা ক্রমাগত বাড়তে থাকায় ও অনিশ্চয়তার মুখে ইউক্রেনে অবস্থানরত নিজ দেশের শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে ভারত। স্থানীয় সময় রোববার ইউক্রেনে ভারতীয় দূতাবাস থেকে এ পরামর্শ দেওয়া হয়।

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework