নিজেকে জয়ী ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেক্স
প্রকাশিত : বুধবার, ২০২৪ নভেম্বর ০৬, ০৩:৩৩ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এটি হতে যাচ্ছে আমেরিকার স্বর্ণযুগ।
খবর বিবিসির।  

মঙ্গলবার ভোট শেষে গণনার সময়ে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তিনি ভাষণমঞ্চে হাজির হয়ে সমর্থকদের উদ্দেশে এসব কথা বলেন।  

ট্রাম্প বলেন, আমেরিকান নাগরিকদের জন্য এটি বিশাল এক জয়। এ জয় আমাদের আমেরিকাকে আবারো মহান করতে দেবে।

আনুষ্ঠানিকভাবে এখনো প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট অর্জন করতে না পারলেও ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করলেন।

ভাষণমঞ্চে ট্রাম্পের সঙ্গে স্ত্রী মেলানিয়া ট্রাম্প, রানিংমেট জেডি ভ্যান্সসহ প্রচারকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্রাম্প তার জয়কে রাজনৈতিক বিজয় বলে উল্লেখ করেন। উপস্থিত জনতাকে ধন্যবাদ জানান তাকে ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য।

এ সময় উপস্থিত সমর্থকরা ইউএসএ, ইউএসএ, ইউএসএ বলে স্লোগান দিচ্ছিলেন।

ট্রাম্প বলেন, আমরা আমাদের দেশকে সুস্থ ও শক্তিশালী করে তুলতে সাহায্য করতে যাচ্ছি।

ট্রাম্প প্রতিশ্রুতি দেন, তিনি সীমান্ত সমস্যার সমাধান করবেন। সাবেক এ প্রেসিডেন্ট বলেন, তিনি ও তার দল একটি বিশেষ উদ্দেশ্যে ইতিহাস সৃষ্টি করেছেন।  

এ ভাষণকে স্পষ্টভাবে রিপাবলিকান প্রার্থীর বিজয় ভাষণ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট কমলা হ্যারিস। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাম্প ২৬৬টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করেছেন। কমলা পেয়েছেন ২১৯টি। জেতার জন্য ২৭০টি ভোটের প্রয়োজন হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework