ধ্যানে মগ্ন ডোনাল্ড ট্রাম্প মূর্তি বিক্রি হচ্ছে চীনে

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ মার্চ ১৩, ১২:০৯ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার পরও আলোচনায় আছেন।তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট। গেল জানুয়ারিতে ক্ষমতা থেকে বিদায় নেওয়া সাবেক এই প্রেসিডেন্ট তার চার বছরের শাসনামলে কখনও বিতর্ক থেকে বের হতে পারেননি। বিতর্কিত কর্মকাণ্ড দিয়েই সব সময় ছিলেন খবরের শিরোনামে।   ডোনাল্ড ট্রাম্প আবারও খবরের শিরোনামে উঠে এসেছেন। তবে এবার অন্য কারণে। আর সেটা হচ্ছে ট্রাম্পের মূর্তি। তৈরি করেছেন চীনারা, বিক্রিও হচ্ছে চীনের ওয়েবসাইটে।   সাদা রঙের এসব মূর্তিতে ডোনাল্ড ট্রাম্প বসে আছেন ঠিক গৌতম বুদ্ধের মতো। যেন ধ্যানে মগ্ন রয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি ভাইরাল হয়েছে ট্রাম্পের এমনই একটি মূর্তির ছবি। শুধু ছবি ভাইরাল নয়, চীনের একটি ই-কমার্স সাইটে বেশ ভালো পরিমাণে বিক্রি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই মূর্তিটি। দাম ৩৯৯৯ ইয়ান অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৫৪ হাজার টাকা।অন্যদিকে, ১ দশমিক ৬ মিটারের মূর্তিটির দাম রাখা হয়েছে ৯৯৯ ইয়ান অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ৫০০ টাকা। তবে দুটি মূর্তিই দেখতে একরকম। তাতে দেখা যাচ্ছে, গৌতম বুদ্ধের মতোই ধ্যানমগ্ন হয়ে রয়েছেন ট্রাম্প।   এখানেই শেষ নয়, চীনের ওই ওয়েবসাইটে মূর্তিটি সম্বন্ধে লেখা, ‘ট্রাম্প বৌদ্ধ ধর্ম সম্পর্কে সবচেয়ে বেশি জানেন এই মূর্তি অফিসে বসালে প্রতিষ্ঠানের উন্নতি হবে।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework