ধূমপান নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আটক ৩৩

আন্তর্জাতিক ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২৩ Jun ০৫, ০২:৩২ অপরাহ্ন

ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে ধূমপান করা নিয়ে শিক্ষার্থী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর দুই গ্রুপের ৩৩ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার (৫ জুন) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মুন্সি প্রেমচাঁদ হোস্টেলে কিছু ছাত্রের ধূমপান করা নিয়ে নিরাপত্তারক্ষীরা আপত্তি জানালে সংঘর্ষের সূত্রপাত হয়।

তিনি বলেন, রোববার সকালের দিকে দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩৩ জনকে আটক করা হয়েছে। পুলিশ দুই পক্ষ থেকেই অভিযোগ পেয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়।

এই কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে শিক্ষার্থীদের পাশাপাশি নিরাপত্তারক্ষীও রয়েছে।

মুখপাত্র আরও বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনার তদন্ত করছেন। তবে আরও কিছু অভিযুক্তকে হেফজতে নেওয়া হতে পারে।


এদিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে অনেককেই লাঠি হাতে ভাঙচুর চালাতে দেখা যায়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework