ব্রিটেনের বিভিন্ন প্রধান বিমানবন্দর শুক্রবার ঘন কুয়াশার কারণে বিমান উড্ডয়ন করতে পারেনি। এয়ার ট্রাফিক কন্ট্রোল অথরিটি (এনএটিএস) জানিয়েছে, এমনকি বিমান ল্যান্ডিংয়ের সময়ও বেশ কয়েক ঘণ্টা বিলম্ব হয়েছে।
ঘন কুয়াশার কারণে লন্ডনের হিথরো, গ্যাটউইক এবং ম্যানচেস্টার বিমানবন্দরে উড্ডয়ন এবং ল্যান্ডিং প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত হয়েছে। অনেক ফ্লাইট বাতিল করতে হয়েছে এবং কিছু ফ্লাইট কয়েক ঘণ্টা দেরিতে ল্যান্ডিং করেছে।
এনএটিএস জানিয়েছে, শনিবার বিমান উড্ডয়নে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নিরাপত্তাজনিত কারণে। বিমানবন্দরগুলোতে কর্মীরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রাখছে। যাত্রীদের তাদের ফ্লাইটের স্ট্যাটাস চেক করার পরামর্শ দেয়া হয়েছে।