কাবুলে আইএসের হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ আগস্ট ২২, ১২:৫৮ অপরাহ্ন

আফগানিস্তানের কাবুল তালেবানদের দখলে যাওয়ার পরেই প্রাণ বাঁচাতে দেশত্যাগের জন্য ভিড় বেড়েছে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে। ইতোমধ্যে কূটনীতিকসহ বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।

এমন পরিস্থিতিতে ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা বিমানবন্দরে হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র।

সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দরের সামনের ফটক এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

রোববার (২২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন এবং আটকে পড়া মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দরে আনার জন্য ভিন্ন রুট খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

শনিবার (২১ আগস্ট) জারি করা ওই সতর্ক বার্তায় বলা হয়েছে, কেবল যেসব ব্যক্তিকে মার্কিন সরকারের প্রতিনিধি ভ্রমণের জন্য অনুমোদন দেবেন তারাই কাবুল বিমানবন্দরে যেতে পারবেন।

আইএসের আক্রমণের সম্ভাব্য হুমকি সম্পর্কে আর কোনো তথ্য দেওয়া হয়নি। এছাড়া আইএসের পক্ষ থেকেও প্রকাশ্যে কাবুলে হামলা চালানোর কোনো হুমকি দেওয়া হয়নি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework