ইসরাইলে মোটরসাইকেলে বসে এলোপাতাড়ি গুলি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ মার্চ ৩০, ১১:১৩ পূর্বাহ্ন

মোটরসাইকেলে বসে বন্দুক হাতে এলোপাতাড়ি গুলি ছুড়ছে এক ব্যক্তি। ভীত-সন্ত্রস্ত হয়ে দিগ্বিদিক ছুটছেন সবাই। মনে হতে পারে কোনো সিনেমার দৃশ্য। তবে বাস্তবেই এমন ঘটনা ঘটল ইসরাইলে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) ইসরাইলের তেল আবিব শহরে প্রথমে অ্যাপার্টমেন্টের বারান্দা, তারপর পথচারী এবং গাড়ির যাত্রীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে এক বন্দুকধারী। ইসরাইলের টেলিভিশনে প্রকাশিত এক ভিডিওতে এ দৃশ্য দেখা যায়। খবর বিবিসির।  

পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তেল আবিব শহরে বন্ধুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়।

ঘটনার বিবরণ দিয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, খুবই খারাপ পরিস্থিতির সাক্ষী হয়েছি। পুলিশের একটি মোটরসাইকেল দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। তার পাশে থাকা এক পুলিশ সদস্যকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের অভিযানে ওই বন্দুকধারী নিহত হয়েছে বলে খবর প্রকাশ করে স্থানীয় গণমাধ্যম। কর্তৃপক্ষ বলছে, এদিন পৃথকভাবে দুই জায়গায় হামলা চালানো হয়। প্রথমে আমরা হামলাকারীকে ঠেকানোর চেষ্টা করেছিলাম। এক পর্যায়ে তাকে থামাতে না পেরে গুলি করা হয়। 

বন্দুকধারী ইসরাইলে বসবাসকারী আরব সংখ্যালঘু সম্প্রদায়ের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, হামলাকারী ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দা। 

এদিকে এ ঘটনার পর পরই শীর্ষ কর্মকর্তাদের জরুরি বৈঠকে ডাকেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত।

ইসরাইলে এ নিয়ে তৃতীয়বারের মতো এ ধরনের হামলার ঘটনা ঘটল। গেল সপ্তাহে দেশটিতে বসবাসকারী এক আরব নাগরিক চার ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করে। ওই ঘটনাকে সিরিজ হামলা বলে মনে করছে নিরাপত্তাবাহিনী। 

এর আগে স্থানীয় সময় রোববার (২৭ মার্চ) তেল আবিব থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে হাদেরা শহরের হার্বার্ট স্যামুয়েল স্ট্রিটে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে দুই বন্দুকধারী। সিসিটিভি ফুটেজে দেখা যায় এ দৃশ্য। হামলায় দুই পুলিশ সদস্য নিহত হন। আহত হয়েছেন আরও চারজন। এ সময় দুই বন্দুকধারীও নিহত হয় বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীরা আরবের নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework