ইসরাইলি আগ্রাসনে অসহায় ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ মে ০৮, ১২:৫১ অপরাহ্ন

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি বসতি উচ্ছেদ ঘিরে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। এদিকে পশ্চিম তীরে আরও চার হাজার বসতি নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে ইসরাইল। যে কোনো দিন এর অনুমোদন দিতে পারে নাফতালি সরকার।

একদিকে ইসরাইলি বাহিনীর সমর যান ও আগ্নেয়াস্ত্র, অন্যদিকে ইটপাথর নিয়ে প্রতিরোধের চেষ্টা সাধারণ ফিলিস্তিনিদের। শনিবার (৭ মে) পশ্চিম তীরের একটি গ্রামে ‘অপরাধীকে’ ধরার নামে ইসরাইলি বাহিনী অভিযান চালালে, তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ফিলিস্তিনিরা। এতে বেশ কয়েকজন আহত হন। খবর আল জাজিরার। 

এক বিবৃতিতে ইসরাইলি কর্তৃপক্ষ জানায়, গত বছরের ডিসেম্বরে আল হারিথিয়া গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীকে গুলি করে হত্যা করে এক ফিলিস্তিনি। শনিবার অভিযুক্তের বাড়ি ভাঙতে গেলেই সংঘর্ষ শুরু হয়। বাড়িটি ইসরাইলি একটি আদালতের নির্দেশের পরই ভেঙে ফেলার দাবি করেছে তারা। এর আগেও ওই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজন ফিলিস্তিনির বাড়ি ধ্বংস করে দেয় ইসরাইলি সেনারা। 


এদিকে পশ্চিম তীরে নিজেদের বসতি আরও বাড়ানোর পরিকল্পনা করছে ইসরাইল। এক টুইট বার্তায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী সপ্তাহেই নতুন করে চার হাজার বসতি স্থাপনের অনুমোদন দেওয়া হবে। নতুন বসতিগুলো অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় স্থাপন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

ইসরাইলের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসডিন্ট জো বাইডেনের সফরের আগেই এ বসতিগুলো গড়ে তুলতে চায় নাফতালি প্রশাসন। আগামী মাসেই ইসরাইল সফর করবেন বাইডেন। যদিও ইসরাইলের এ ধরনের পদক্ষেপের বিরোধিতা করে আসছে হোয়াইট হাউস। 

পশ্চিম তীরে অন্তত ২৯ লাখ ফিলিস্তিনির বসবাস। অন্যদিকে, আন্তর্জাতিক আইন অমান্য করে অবৈধভাবে সেখানে বসতি গড়ে তুলেছে প্রায় পাঁচ লাখ ইসরাইলি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework