অক্সফোর্ডের ভ্যাকসিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মার্চ ১৫, ১১:১০ পূর্বাহ্ন
আয়ারল্যান্ডের পর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের প্রয়োগ সাময়িকভাবে স্থগিত করেছে নেদারল্যান্ডস। ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই সিদ্ধান্ত নিয়েছে ডাচ সরকার। এরই মধ্যে ডাচ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ২৯ মার্চ পর্যন্ত এই স্থগিতাদেশ চলবে। ভ্যাকসিন ব্যবহারের সর্তকর্তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে নরওয়েতে প্রাপ্তবয়স্কদের রক্তে জমাট বাধার খবর প্রকাশের পর আয়ারল্যান্ড ন্যাশনাল ইমিউনাইজেশন অ্যাডভাইজরি কমিটি (এনআইএসি) একই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে, ভ্যাকসিনের সাথে রক্ত জমাট বাধার ঝুঁকির মধ্যে কোনও যোগসূত্র নেই।আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসের পর ডেনমার্ক, নরওয়ে, বুলগেরিয়া, আইসল্যান্ড এবং থাইল্যান্ড ইতিমধ্যে তাদের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ব্যবহার বন্ধ করে দিয়েছে। ২৪ টিভি/এডি

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework