ঢাকা , মঙ্গলবার, ২০২৪ এপ্রিল ১৬, ৩ বৈশাখ ১৪৩১
#

লাইফস্টাইল

দিনটি বন্ধুদের

আজ বিশ্ব বন্ধু দিবস

তাহসিন হোসেন রাহি | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ আগস্ট ০১, ১২:০৭ অপরাহ্ন
#
ফাইল ছবি

দেখা হবে বন্ধু কারণে অকারণে, দেখা হবে বন্ধু চাপা কোন অভিমানে, দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় - অস্থির অপারগতায়। পৃথিবীর নিষ্পাপ সম্পর্কের নাম বন্ধুত্ব, এখন বন্ধু শব্দটি বদলে মানুষ ইংরেজিতে ফ্রেন্ড শব্দটিতে বেশি অভ্যস্ত হয়ে পড়েছে। তবুও বন্ধু শব্দটির মাঝে যে প্রাণ আবেদন আছে তা তুলনাক্ষিত। আত্মার কাছাকাছি যার বাস সে আত্মার আত্মীয় বন্ধু বা স্বজন। বন্ধু শব্দটির মাঝে মিশে আছে নির্ভরতা আর বিশ্বাস। বন্ধু আর বন্ধন একই মুদ্রার এপিঠ ওপিঠ। একটাই কথা আছে বাংলাতে নৌকার বুক বলে এক সাথে সে হলো বন্ধ... বন্ধু আমার। জাতির বিচার করা সে জানেনা কে গরীব কে আমীর সে মানেনা। বন্ধুর জন্য বন্ধুর মর্ম ভুত এমন যে, হাল ছেডো না বন্ধু ... বরং, কণ্ঠ ছাড়ো জুরে... দেখা হবে তোমার আমার অন্নদিনের পুরে।

প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবার পালিত হয় বিশ্ব বন্ধু দিবস। এদিন বন্ধুরা একে অপরকে উপহার দেয় অথবা সবাই মিলে কিছুটা বাড়তি সময় পার করে উদযাপন করা হয় দিন টিকে। তবে ঠিক কবে থেকে বন্ধু দিবস পালন করা হয় তার সঠিক ইতিহাস নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়। ধারণা করা হয় উনবিংশ শতাব্দীর ত্রিশ থেকে চল্লিশের দশকের মধ্য বর্তী সময়ে বন্ধু দিবস পালন শুরু হয়।

বিভিন্ন তথ্য থেকে জানা যায় ১৯৫৮ সালের বিশ জুলাই ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ কোচের প্রতিষ্ঠাতা ডক্টর আর্তেমিও বেঞ্জু বন্ধুদের সঙ্গে প্যারাগুয়ের পুয়ের্তো পিনাস্কো তে এক নৈশ ভোজের প্রস্তাব উপস্থাপন করেন সে রাতেই ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ কোচের প্রতিষ্ঠা পায়। এ প্রতিষ্ঠান টি ৩০ জুলাই বিশ্বব্যাপী বন্ধু দিবস পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব পাঠায়। প্রায় ৫ যুগ পর ২০১১ সালের ২৭ জুলাই জাতি সংগের সাধারণ পরিষদে ৩০ জুলাইকে বিশ্ব বন্ধু দিবস হিসেবে ঘোষণা করা হয়। অন্য একটি ওয়েব সাইটের তথ্য মতে প্রথম দিকে বিভিন্ন কার্ড তৈরির প্রতিষ্ঠান ফ্রেন্ডশীপডের চল শুরু করেন। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে এই দিন উৎযাপন বিশাল আকার ধারণ করে।

ধারণা করা হয়, ১৯৩৫ সালে  যুক্তরাষ্ট্রে এই দিন উৎযাপন শুরু হয় পরে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে যায়। ১৯৩৫ সালে আমেরিকার সরকার এক ব্যাক্তিকে হত্যা করে, দিন টি ছিলো আগস্টের প্রথম শনিবার হত্যার প্রতিবাদে পরের দিন ওই ব্যাক্তির এক বন্ধু অত্মহত্যা করেন। সেসময় বিষয় টি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরপর থেকে জীবনের নানা ক্ষেত্রে বন্ধুত্বের অবদার আর তাদের প্রতি সম্মান জানানোর লক্ষ্যে আমেরিকান কংগ্রেস ১৯৩৫ সালে আইন পাশ করে আগস্ট মাসের প্রথম রবিবার কে বিশ্ব বন্ধু দিবস ঘোষণা করে। সেই থেকে আজকের বন্ধু দিবস।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video