ঢাকা , শনিবার, ২০২৪ এপ্রিল ২০, ৭ বৈশাখ ১৪৩১
#

জাতীয়

দেশের জনগণ আমার সাহসের ঠিকানা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২২ Jun ২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
#

বাংলাদেশের জনগণ আমার সাহসের ঠিকানা। এ সাহস নিয়েই পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সুধী সমাবেশে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, জাতির পিতা বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে।

আমরা সেই মানুষের সহযোগিতায় পদ্মা সেতু নির্মাণ করেছি।  

মানুষের সহযোগিতায় সংকট উত্তরণ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা করোনা ভাইরাস মোকাবিলা করেছি, ইউক্রেন যুদ্ধ মোকাবিলা করেছি।

প্রসঙ্গত, পদ্মা বহুমুখী সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। এ সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। গুরুত্বপূর্ণ এ সেতু রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য বড় শহরের সঙ্গে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক এবং রেল যোগাযোগ স্থাপন করবে। বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধ থেকে শুরু করে নানা কারণে ব্যাপক আলোচিত এ সেতু বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে আজ বাস্তবায়ন হলো।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video