ঢাকা , শুক্রবার, ২০২৪ এপ্রিল ১৯, ৬ বৈশাখ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে শিক্ষককে বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় আটক ৩

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ নভেম্বর ৩০, ০২:০৬ অপরাহ্ন
#

চট্টগ্রাম মহানগরে ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে রহমত উল্লাহ নামে এক স্কুলশিক্ষককে বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় গাড়িচালক ও তার দুই সহযোগীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন-বাসচালক লিটন এবং তার দুই সহযোগী মোহাম্মদ হোসেন ও মাহিন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল বলেন, গত ২৭ নভেম্বর নগরের পাঁচলাইশ থানা এলাকার হাবিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহমত উল্লাহকে বাস থেকে ধাক্কা দেয় অভিযুক্তরা। এরপর থেকে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়েছে।সোমবার রাতে অভিযুক্ত তিনজনকে আটক করে মঙ্গলবার তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, রহমত উল্লাহ সদরঘাট এলাকার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) প্রশিক্ষণ নিচ্ছেন। বায়েজিদ বোস্তামী থানা এলাকার বাসা থেকে পিটিআইয়ে তিনি প্রতিদিনই আসা-যাওয়া করেন। গত শনিবার (২৭ নভেম্বর) সকালে তিনি অক্সিজেন মোড় থেকে পিটিআইয়ে আসার উদ্দেশে বাসে ওঠেন। এসময় বাসের হেলপার বিভিন্ন যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে থাকলে রহমত এর প্রতিবাদ করেন। এতে করে ওই বাসের চালক-হেলপার ক্ষিপ্ত হন। একপর্যায়ে রহমত নিউমার্কেট এলাকায় নামতে চাইলে তাকে আরও কিছুদূর সামনে নিয়ে ধাক্কা দেয় হেলপার। এরপর তার পায়ের ওপর দিয়ে ওই বাসেরই চাকা চলে যায়।

রহমতের সহকর্মী মো. মিজান বলেন, হেলপারের ধাক্কায় নিচে পড়ে রহমতের হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে জখম হয়। ভাড়া নিয়ে প্রতিবাদ করায় বাসের চালক-হেলপার এমন ঘটনা ঘটিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video