ঢাকা , শুক্রবার, ২০২৪ এপ্রিল ১৯, ৬ বৈশাখ ১৪৩১
#

খেলা

ফুটবলের উন্নয়নে ৪৫০ কোটি টাকা চায় বাফুফে

খেলা ডেক্স | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ সেপ্টেম্বর ০৮, ১১:৩৮ পূর্বাহ্ন
#

দেশের সাম্প্রতিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় সংকুচিত হচ্ছে বাফুফে প্রস্তাবিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৪৫০ কোটি টাকার ডিপিপি। মূল পরিকল্পনা ঠিক রেখে পুরো প্রকল্পের ব্যয় কমানো হচ্ছে ৫-৭ কোটি টাকা। শিগগিরই এই সংশোধিত শিডিউল উপস্থাপন করা হবে একনেকে। এই প্রকল্পটি চালু হলে দেশের ফুটবলের আমূল পরিবর্তন হবে বলে প্রত্যাশা করছে বাফুফে।

জাতীয় দল ব্যবস্থাপনা, একাডেমি নির্মাণসহ ফুটবল ডেভেলপমেন্ট প্রোজেক্টের আওতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৪৫০ কোটি টাকার ডিপিপিতে আসছে পরিবর্তন। দেশের সামগ্রিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় বাজেট কমানার প্রস্তাব এসেছে অর্থ মন্ত্রণালয় থেকে।

পাঁচ বছরের এই প্রকল্পে বাৎসরিক প্রায় ৯০ কোটি টাকার বরাদ্দ। সংশোধিত ডিপিপিতে কমে যাচ্ছে এই অর্থের পরিমাণ। সব মিলিয়ে কমতে পারে ৫-৭ কোটি টাকা। তবে কার্যতালিকায় মূল বিষয়গুলো ঠিক রেখেই করা হয়েছে সংশোধন।

আরও পড়ুন:চূড়ান্ত পর্ব নিশ্চিতের পথে বাংলাদেশের বাধা কাতার-বাহরাইন

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, '৫-৭ কোটি টাকা কমছে টোটাল সাড়ে ৪০০ কোটি টাকা থেকে। ব্যয়ের ব্যাপারে সরকারের যে নির্দেশনা রয়েছে সেগুলোকে কীভাবে কমানো যায়, মিনিমাইজ করা যায়, সে আলোকেই কিছু কিছু জায়গায় বদল করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে, খুব শিগগির যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে চলে যাবে জনবল কাঠামোর অনুমোদনের জন্য। সেটা অনুমোদনের পর খুব অল্প সময়ের মধ্যেই হয়তো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেটা অফিসিয়ালি পরবর্তী পদক্ষেপের জন্য ফরোয়ার্ড করা হবে।'

জাতীয় দল ছাড়াও বাফুফ প্রস্তাবিত ৪৫০ কোটি টাকার এই প্রকল্পে বিশেষ গুরুত্ব পেয়েছে একাডেমি নির্মাণ। এ জন্য এরই মধ্যে শেষ করা হয়েছে সম্ভাব্যতা যাচাই। ফুটবল ফেডারেশন মনে করছে একাডেমি তিনটি তৈরি হলে আমূল বদলে যাবে দেশের ফুটবল।

আরও পড়ুন:সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে মালদ্বীপের মুখোমুখি বাংলার যুবারা

সোহাগ বলেন, 'একাডেমির যে আউটপুট আমরা পাচ্ছি, সেটা আমাদের উদ্বুদ্ধ করছে বেশি বেশি একাডেমি নিয়ে কাজ করতে, বেশি বেশি একাডেমি স্টাবলিশ করতে। এই কাজগুলো আরও বেশি করে, বড় স্কেলে বেশ কয়েকটা জায়গায় একই সময়ে সম্পাদন করা সম্ভব হবে, অবশ্যই, অবশ্যই আমরা আরও ভালো ভালো রেজাল্ট দিতে পারব।'

সংশোধিত ডিপিপিতে জনবল নিয়োগের ক্ষেত্রে খরচ কমানো হচ্ছে। এ ছাড়া গাড়ি কেনা কিংবা কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাজেট কমিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video