ঢাকা , বুধবার, ২০২৪ এপ্রিল ১৭, ৩ বৈশাখ ১৪৩১
#

খেলা

এশিয়ান আর্চারিতে বাংলাদেশের তিন পদক

খেলা ডেক্স | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ নভেম্বর ১৯, ০৮:১০ অপরাহ্ন
#
ছবি : সংগৃহীত।

এশিয়ান আর্চারির শেষ দিনে বাংলাদেশের আর্চাররা আরও দুটি পদক জিতেছেন। ফলে সবমিলিয়ে এবারের আসরে স্বাগতিকরা ঝুলিতে পুরলো মোট ৩টি পদক।

২২তম এশিয়ান আর্চারির শেষ দিনে আজ আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল কোরিয়ার কাছে পরাজিত হয়ে রুপার পদক জিতেছে বাংলাদেশ। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল জুটি ১-৫ সেটে রিও অলিম্পিকে সোনার পদক জয় করা কোরিয়ার রিও সু জং এবং লি সিউংইউন জুটির কাছে পরাজিত হয়ে সিলভার পদক পেয়েছেন।


এর আগে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে প্রথম পদক জয় করে বাংলাদেশের আর্চাররা।
রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ (নাসরিন, বিউটি রায় ও দিয়া সিদ্দিকী) ৫-৩ সেটে ভিয়েতনামকে পরাজিত করে ব্রোঞ্জ জয় করে।


একই দিন দ্বিতীয় পদক জয় করে নেয় বাংলাদেশ। টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ (রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও রাম কৃষ্ণ সাহা) ৬-২ সেটে কাজাখস্তানকে পরাজিত করে ব্রোঞ্জ জয় করে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video