ঢাকা , বৃহস্পতিবার, ২০২৪ এপ্রিল ১৮, ৫ বৈশাখ ১৪৩১
#

ক্যাম্পাস

মওকুফ হলেও চবি শিক্ষার্থীদের দিতে হবে হল-পরিবহন ফি

ইউনিভার্সিটি প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ সেপ্টেম্বর ০৫, ০২:১৯ অপরাহ্ন
#
ফাইল ছবি

করোনা মহামারিতে দীর্ঘ ১৭ মাস ক্যাম্পাস বন্ধ থাকার পরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের দিতে হচ্ছে হল ও পরিবহন ফি। বিষয়টি নিয়ে সমালোচনা সৃষ্টি হলে গত ৩১ আগস্ট হল-পরিবহন ফি মওকুফের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

এদিকে রোববার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে চবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ব্যাংকে টাকা দিতে গেলে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে হল ও পরিবহন ফি। বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তাহলিল সাকিফ বলেন, পরীক্ষার ফরম পূরণের সময় শিক্ষার্থীদের হল-পরিবহন ফি উল্লেখ করে টাকার পরিমাণ লিখতে হয়েছিলো। কিন্তু ফি মওকুফের আগেই আমরা এ ফরম পূরণ করেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফি মওকুফের পর আমাদের দ্বিতীয়বার ফরম পূরণ করার নির্দেশ দেয়নি।  

সাকিফ বলেন, ব্যাংকে টাকা জমা দিতে এসে দেখলাম ব্যাংক কর্মকর্তারা বলছেন- ফি মওকুফের বিষয়ে কোনো নির্দেশনা তাদেরকে দেওয়া হয়নি। তাছাড়া পূরণ করা ফরমে কোনো সংশোধনও করা হয়নি। তাই তাদের পক্ষে ফি কম নেওয়া সম্ভব নয়।

এর আগে ৩১ আগস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২০ সালের ১৮ মার্চ থেকে ২০২১ সালে বিশ্ববিদ্যালয় বন্ধকালীন সময় পর্যন্ত পরিবহন, বাসন-কোশন ও আবাসিক হলের সিট ভাড়া খাতে নির্ধারিত ফি-সমূহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যথাযথ পর্ষদের অনুমোদন সাপেক্ষে মওকুফ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেসকল শিক্ষার্থীর নিকট থেকে ইতিমধ্যে ফি আদায় করা হয়েছে তাদের পরিশোধকৃত অর্থ সমন্বয় করে ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। ’

বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, আমরা হল-পরিবহন ফি মওকুফের ঘোষণা দিয়েছি। তবে ঘোষণার পর এখন পর্যন্ত অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিং হয়নি। মিটিংয়ে বিষয়টি উত্থাপন করা হবে। এর আগ পর্যন্ত আপাতত শিক্ষার্থীদের ব্যাংকে ফি জমা দিতে হবে। তবে অবশ্যই এ টাকা ফেরত দেওয়া হবে। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video