ঢাকা , শুক্রবার, ২০২৪ এপ্রিল ১৯, ৬ বৈশাখ ১৪৩১
#

আন্তর্জাতিক

তালেবান অবস্থানে বিমান হামলা, দুই শতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ আগস্ট ০৮, ১২:৪২ অপরাহ্ন
#
ফাইল ছবি

 আফগানিস্তানের জুযজান প্রদেশে সশস্ত্র গোষ্ঠি তালেবান যোদ্ধাদের অবস্থানগুলোতে যুক্তরাষ্ট্রের ভয়ংকর বি-৫২ বোমারু বিমান দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম পার্সটুডে।

এই বিমান হামলায় দুই শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা বার্তা সংস্থা এএনআই। রোববার (৮ আগস্ট) আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (৭ আগস্ট) রাতে এ হামলা চালানো হয়।
জুযজান প্রদেশ থেকে নির্বাচিত আফগান সংসদ সদস্য হালিমা সাদাফ পার্সটুডেকে জানান, তালেবান অস্ত্রধারীরা যখন

শাবারগান শহরে আফগান সেনাবাহিনীর ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র সংগ্রহ করছিল তখন তাদের ওপর হামলা চালানো হয় এবং এতে প্রায় ২০০ এর বেশি তালেবান নিহত হয়।

এদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ফাওয়াদ আমান টুইট পোস্টে লিখেছেন, শাবারগান শহরে তালেবান যোদ্ধাদের জমায়েত ও গোপন আস্তানা লক্ষ্য করে বিমানবাহিনী হামলা চালায়। এতে প্রায় ২শ’ জনের বেশি তালেবান প্রাণ হারিয়েছেন। এ হামলায় তালেবানের বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও যানবাহন ধ্বংস হয়ে গেছে।

এর আগে সপ্তাহব্যাপী সংঘর্ষের পর শনিবার সেবারঘানের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে তালেবান। শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ দখলে নেয় সশস্ত্র সংগঠনটি।

২০০১ সালে ইঙ্গো-মার্কিন হামলায় তালেবানের পতনের সময় আফগানিস্তানের জনগণ মার্কিন বি-৫২ বোমারু বিমানের সঙ্গে পরিচিত হয়। ইরাকের সাদ্দাম সরকারের পতন এবং আফগানিস্তানে তালেবান সরকারের পতন ঘটাতে এই বিমান ব্যবহার করা হয়েছিল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video