ঢাকা , বৃহস্পতিবার, ২০২৪ এপ্রিল ১৮, ৫ বৈশাখ ১৪৩১
#

আন্তর্জাতিক

তাইওয়ানের আরও পণ্য নিষিদ্ধ করল চীন

আন্তর্জাতিক ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ আগস্ট ০৩, ০১:০৪ অপরাহ্ন
#

মার্কিন কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে তুমুল উত্তেজনা বিরাজ করছে। তার সফরকে কেন্দ্র করে মঙ্গলবার (২ আগস্ট) তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলে উড়েছে ২১টিরও বেশি চীনা সামরিক বিমান। এছাড়া সীমান্তেও বাড়ানো হয়েছে সাঁজোয়া যান ও সামরিক সরঞ্জাম।
 

এদিকে ন্যান্সি পেলোসির তাইপে সফরের প্রতিক্রিয়ায় বেশ কিছু পণ্য তাইওয়ান থেকে আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন।


বুধবার (৩ আগস্ট) ভোরে চীনের বাণিজ্য মন্ত্রণালয় তাইওয়ান থেকে বেশ কিছু ফল, দু ধরণের মাছ ও বালু আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয়।

এর আগে গতকাল মঙ্গলবার (২ আগস্ট) এ ধরণের আরেকটি নিষেধাজ্ঞার কথা জানিয়েছিল বেইজিং। যার আওতায় ছিল বিস্কুট ও কনফেকশনারী দ্রব্যসহ বেশ কিছু পণ্য।

চীনের সাথে তাইওয়ানের বাণিজ্য সম্পর্ক অনেক গভীর এবং তাইওয়ানের রফতানির প্রায় ত্রিশ ভাগই চীনে হয়ে থাকে। দেশ দুটি একে অপরের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার।


এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ন্যান্সি পেলোসি। তবে বুধবার (৩ আগস্ট) তাইপের প্রেসিডেন্ট কার্যালয়ে তাদের এ সাক্ষাতের কিছুক্ষণ আগেই তাইওয়ানের মন্ত্রিসভা জানায়, চীনের হুমকির মুখে নিরাপত্তা নিশ্চিতে দ্বীপের সামরিক বাহিনী তাদের সতর্কতার মাত্রা বাড়িয়েছে।

ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে তুমুল উত্তেজনার মধ্যেই চীনা সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রাখা হয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তাইওয়ানকে ঘিরে যে কোনো সময় ‘সুনির্দিষ্ট সামরিক অভিযান’ শুরু করতে পারে।

এর আগে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হছে, তাইওয়ানের কাছেই যৌথ সামরিক মহড়া চালাবে তারা। সেই সঙ্গে তাইওয়ানের পূর্বে সাগরে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথাও জানিয়েছে পিএলএ।  

তাইওয়ানকে বরাবরই নিজেদের ভূখণ্ডের অংশ বলে মনে করে বেইজিং।  

তবে চীন কোনো সংঘাতে জড়াবে না বলে মনে করছেন তাইওয়ানের বিশ্লেষকরা। তাদের মতে, পেলোসির এ সফরের জবাবে চীনের প্রতিক্রিয়া স্বল্প ও দীর্ঘমেয়াদি উভয়ই হতে পারে।  

যুক্তরাষ্ট্র-তাইওয়ানবিষয়ক গবেষক জেমস লি’র মতে, বেইজিংয়ের পক্ষ থেকে এখন সামরিক তৎপরতা বাড়ানো হতে পারে। মহড়া হতে পারে। তবে তাইওয়ান বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াবে না চীন।

অন্যদিকে পেলোসির সফরের প্রতিবাদ জানাতে বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নসকে তলব করেছে চীন। মঙ্গলবার (২ আগস্ট) রাতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়।

নিকোলাস বার্নসের সঙ্গে আলাপকালে চীনা ভাইস পররাষ্ট্রমন্ত্রী জি ফেং গণতান্ত্রিক স্বশাসিত দ্বীপ তাইওয়ানে পেলোসির সফরের বিষয়ে ‘জোর প্রতিবাদ’ জানান।  

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video